ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি জলপাইগুড়িতে

ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতি জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি সদর, ময়না ব্লক, ধুপগুড়ি, রায়গঞ্জ সহ একাধিক ব্লকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্থ। গাছ ভেঙে বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Updated By: Apr 5, 2015, 11:45 AM IST

ওয়েব ডেস্ক: ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতি জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি সদর, ময়না ব্লক, ধুপগুড়ি, রায়গঞ্জ সহ একাধিক ব্লকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্থ। গাছ ভেঙে বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ধুপগুড়িতে আহত হয়েছেন মোট পাঁচজন। অন্যদিকে, ঝড়বৃষ্টি ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে মালবাজার মহকুমা। ঝোড়ো হওয়ায় নগরাকাটা, মালবাজার ও ওদলাবাড়িতে ভেঙে পড়ে কয়েকশো বাড়ি। ওদলাবাড়িতে আহত হয়েছেন পাঁচজন। ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে চা বাগান। মালনদী চা বাগানে নষ্ট হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার চা।

.