আইটিআই কেলেঙ্কারি: অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে গেলেন তৃণমূল নেতারাই!

সাতাশে জুন অরিজিত দাসকে কল্যাণী থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বাবাই ও টিঙ্কু নামে দুই ব্যক্তি। অরিজিতের পরিবারই সে কথা কবুল করেছে। কারা এই বাবাই আর টিঙ্কু? কী তাঁদের পরিচয় ? কারিগরি শিক্ষামন্ত্রীর জেলা নদিয়াতেই বিক্রি হচ্ছে আইটিআইয়ের প্রশ্ন। সংবাদমাধ্যমের কাছে সে খবর ছিল। পরীক্ষার আগের দিন সেই সূত্রেই  অরিজিত দাসকে ডেকে নিয়ে যায় কল্যাণী থানা।

Updated By: Jul 7, 2015, 09:38 AM IST
আইটিআই কেলেঙ্কারি: অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে গেলেন তৃণমূল নেতারাই!

ব্যুরো: সাতাশে জুন অরিজিত দাসকে কল্যাণী থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বাবাই ও টিঙ্কু নামে দুই ব্যক্তি। অরিজিতের পরিবারই সে কথা কবুল করেছে। কারা এই বাবাই আর টিঙ্কু? কী তাঁদের পরিচয় ? কারিগরি শিক্ষামন্ত্রীর জেলা নদিয়াতেই বিক্রি হচ্ছে আইটিআইয়ের প্রশ্ন। সংবাদমাধ্যমের কাছে সে খবর ছিল। পরীক্ষার আগের দিন সেই সূত্রেই  অরিজিত দাসকে ডেকে নিয়ে যায় কল্যাণী থানা।
 
কে এই টিঙ্কু ও বাবাই?

টিঙ্কু মুখার্জি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সরিত্‍ মুখার্জি ওরফে বাবাই টিঙ্কু মুখার্জির ভাই। তিনিও স্থানীয় তৃণমূল নেতা।
পেশায় আইনজীবী।

সিআইডি তদন্ত শুরু করার পরও অরিজিতকে বাঁচাতে চেষ্টা করছিলেন বাবাই মুখার্জি। অরিজিতের পরিবারই কবুল করেছে সে কথা।

টিঙ্কু-বাবাই কেন অরিজিত দাসকে থানা থেকে ছাড়িয়ে আনতে যান?

সিআইডি-র হাত থেকে বাঁচতে কেন অরিজিত দাসকে লুকিয়ে থাকার পরামর্শ দেন বাবাই মুখার্জি?

কোন স্বার্থে অরিজিতকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান টিঙ্কু-বাবাই?

প্রশ্নগুলো উঠছেই। ঘটনার তদন্ত করছে সিআইডি। উত্তরের খোঁজে গোয়েন্দারা কি গোড়ায় পৌছতে পারবেন? শাসকদলের নেতাদের নাম জড়ানোয় আশঙ্কাটা যে থেকেই যায়।

 

.