রাজ্যে ৩ হাজার ৪০০ কোটির লগ্নি করছে জিন্দাল গোষ্ঠী

শালবনির প্রকল্পে আরও ৩ হাজার ৪০০ কোটি টাকা লগ্নি করছে জিন্দাল গোষ্ঠী। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল জানান, সিমেন্ট কারখানায় উত্পাদন বৃদ্ধি, তাপবিদ্যুত্‍ প্রকল্প, রঙের কারখানা ও ইস্পাত বাজারজাত করার আগে ফিনিশিং টাচ দেওয়ার কাজে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।

Updated By: Oct 18, 2016, 06:19 PM IST
রাজ্যে ৩ হাজার ৪০০ কোটির লগ্নি করছে জিন্দাল গোষ্ঠী

ওয়েব ডেস্ক: শালবনির প্রকল্পে আরও ৩ হাজার ৪০০ কোটি টাকা লগ্নি করছে জিন্দাল গোষ্ঠী। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল জানান, সিমেন্ট কারখানায় উত্পাদন বৃদ্ধি, তাপবিদ্যুত্‍ প্রকল্প, রঙের কারখানা ও ইস্পাত বাজারজাত করার আগে ফিনিশিং টাচ দেওয়ার কাজে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।

আরও পড়ুন- দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভর্তি বেলভিউতে

জিন্দালদের কারখানা বাস্তবায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে লগ্নির পরিবেশের ভূয়সী প্রশংসা করে জিন্দাল গোষ্ঠীর কর্ণধার বলেন, এমন শান্তিপূর্ণ পরিবেশ পশ্চিমবঙ্গ ছাড়া দেশের আর কোথাও নেই। নিঃসন্দেহে রাজ্যে এই লগ্নির বার্তা মুখ্যমন্ত্রী মমতার শিল্প-বন্ধু ভাবমূর্তির জন্য স্বস্তি দায়ক।

আরও পড়ুন- তাপস পালকেও হার মানাবেন অর্জুন সিং, 'গালাগালিতে পিএইচ ডি' এই তৃণমূল বিধায়ক (ভিডিও)

.