অলিগলি থেকে সীমান্ত, বহরমপুর এখন মাদক কারবারের মুক্তাঞ্চল

Updated By: Jan 20, 2015, 11:38 PM IST
অলিগলি থেকে সীমান্ত, বহরমপুর এখন মাদক কারবারের মুক্তাঞ্চল

ঐতিহ্যের শহর বহরমপুর ক্রমেই হয়ে উঠছে মাদক কারবারের মুক্তাঞ্চল। সীমান্ত থেকে  শহরের অলিগলি, রমরমিয়ে চলছে মাদকের ব্যবসা। প্রশাসনের নজর এড়িয়ে প্রায় অবাধেই চলছে কারবার। শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য। এই তিনের মেলবন্ধনে শহর বহরমপুর। কিন্তু এই ঐতিহ্যবাহী শহরেই রমরমিয়ে চলছে মাদকের কারবার।

মারণ নেশার ফাঁদে পড়ছে যুবকরা। নেশার গ্রাসে সর্বস্ব খোয়াচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষ। সীমান্তবর্তী এলাকা লালগোলা, ভগবানগোলা, জলঙ্গির মতো এলাকাই হয়ে উঠেছে মাদক পাচারের গেটওয়ে। সেখান থেকেই হেরোইন কারবারীদের হাত ঘুরে  রাজ্যের নানা প্রান্তে,  এমনকি ভিনরাজ্যেও পৌছে যাচ্ছে মারণ নেশা।

পুলিসি অভিযানে কয়েকটি হেরোইন তৈরির কারখানার সরঞ্জাম মিলেছে বটে। তবে এখনও চোরাপথে প্রায় অবাধেই চলছে কারবার।

 

.