তৃণমূল হিজড়েদের পার্টি, বললেন রাহুল সিনহা
রাজ্য রাজনীতিতে ফের কুরুচিকর মন্তব্য। তৃণমূলের বিরুদ্ধে এবার কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। রাহুল সিনহা বললেন, তৃণমূল হল হিজড়েদের পার্টি।
ওয়েব ডেস্ক: রাজ্য রাজনীতিতে ফের কুরুচিকর মন্তব্য। তৃণমূলের বিরুদ্ধে এবার কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। রাহুল সিনহা বললেন, তৃণমূল হল হিজড়েদের পার্টি।
এদিকে, বিজেপিকে দমাতে তৃণমূল যদি সংঘর্ষে যাওয়ার রাস্তা নেয়, একই পথে মোকাবিলায় তৈরি বিজেপি। বর্ধমানের জনসভা থেকে কড়া হুঁশিয়ারি অমিত শাহের। যদিও এই মন্তব্যের পরই মানুষের সাহায্য নিয়ে তৃণমূলকে গঙ্গাসাগরে ছুঁড়ে ফেলার কথা বলেন অমিত শা।
ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য দেশের নিরাপত্তার সঙ্গেও আপোস করতে পারে তৃণমূল। এমন রাজনৈতিক দলের হাতে বাংলা কখনোই নিরাপদ নয়। খাগড়াগড় বিস্ফোরণের প্রসঙ্গে টেনে রাজ্যের শাসক দলকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শা। তাঁর দাবি, ভোটব্যাঙ্কের স্বার্থেই খাগড়াগড় বিস্ফোরণের তদন্ত সঠিক পথে করাতে চায়নি রাজ্য সরকার।