স্কুল শিক্ষককে নিগ্রহের অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

বার্ষিক পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে প্রধান শিক্ষক সুধীরচন্দ্র সিংকে নিগ্রহের অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারতী হিন্দি বিদ্যালয়ে।

Updated By: Nov 30, 2011, 11:41 PM IST

বার্ষিক পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে প্রধান শিক্ষক সুধীরচন্দ্র সিংকে নিগ্রহের অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারতী হিন্দি বিদ্যালয়ে। বুধবার পরীক্ষা চলাকালীন স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে একদল লোক স্কুলে ঢুকে চড়াও হয় প্রধান শিক্ষকের ওপর। তাঁর প্রতি কুরুচিকর মন্তব্য করা হয়। তাঁর গায়ে হাত দেওয়া হয় বলেও অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষা বাতিলের নির্দেশ দেন সুধীরবাবু।
তার জেরেই এই হামলা বলে অভিযোগ করেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রধাননগর থানার পুলিস। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
গোটা ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক মহলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

.