রাসমেলায় গাইতে এসে নিগৃহীত হলেন আকৃতি কক্কর

রাসমেলায় গাইতে এসেছিলেন তিনি। কিন্তু গাইতে এসেই নিগৃহীত হলেন বিশিষ্ট গায়িকা আকৃতি কক্কর। বৃহস্পতিবার রাতে কোচবিহারের এমজেএন স্টেডিয়ামের মাঠে গানের অনুষ্ঠান ছিল। অভিযোগ,অনুষ্ঠান শেষে ব্যাক স্টেজে উঠে মদ্যপ অবস্থায় আকৃতি ও তাঁর টিমের সঙ্গীদের সঙ্গে অভব্য আচরণ করে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের ছেলের এক অনুচর। গোটা ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তাঁর ফেসবুক পেজে পোস্টও করেছেন আকৃতি। অনুষ্ঠানের উদ্যোক্তা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রেবা কুণ্ডু। তাঁর ছেলে শুভজিত কুণ্ডুর দিকেও অভিযোগের আঙুল উঠেছে। শুভজিত কোচবিহার পুরসভারই এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

Updated By: Dec 12, 2015, 10:13 AM IST
রাসমেলায় গাইতে এসে নিগৃহীত হলেন আকৃতি কক্কর

ওয়েব ডেস্ক: রাসমেলায় গাইতে এসেছিলেন তিনি। কিন্তু গাইতে এসেই নিগৃহীত হলেন বিশিষ্ট গায়িকা আকৃতি কক্কর। বৃহস্পতিবার রাতে কোচবিহারের এমজেএন স্টেডিয়ামের মাঠে গানের অনুষ্ঠান ছিল। অভিযোগ,অনুষ্ঠান শেষে ব্যাক স্টেজে উঠে মদ্যপ অবস্থায় আকৃতি ও তাঁর টিমের সঙ্গীদের সঙ্গে অভব্য আচরণ করে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের ছেলের এক অনুচর। গোটা ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তাঁর ফেসবুক পেজে পোস্টও করেছেন আকৃতি। অনুষ্ঠানের উদ্যোক্তা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রেবা কুণ্ডু। তাঁর ছেলে শুভজিত কুণ্ডুর দিকেও অভিযোগের আঙুল উঠেছে। শুভজিত কোচবিহার পুরসভারই এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

After and amazing amazing concert at #Coochbehar, I head home happy for the countless number of people who showed up...

Posted by Akriti Kakar Official on Friday, December 11, 2015

.