বনগাঁ: পাচার হওয়ার পথে সোনা উদ্ধার হল বনগাঁ-পেট্রাপোল সীমান্তে। পাওয়া গেছে বারোটি সোনার বিস্কুট।

বৈধ পাসপোর্ট নিয়েই সীমান্ত পেরোনর চেষ্টা করে আহম্মেদ বাসা নামে এক পাচারকারী। তবে শেষরক্ষা হয়নি। সন্দেহ হওয়ায় তাকে প্রথমে আটক করে অভিবাসন দফতর। পরে শুল্ক বিভাগের অফিসারদের জিজ্ঞাসাবাদ ও তল্লাসিতে বেরিয়ে আসে সোনা। কোমরের বেল্টের পিছনে লুকিয়ে রাখা ছিল সোনার বিস্কুটগুলি। জানা গেছে, ধৃত পাচারকারী প্রথমে চেন্নাই থেকে সিঙ্গাপুর গিয়েছিল। পরে সেখান থেকে ঢাকা যায়। ফের চেন্নাই যাওয়ার জন্য পেট্রাপোল সীমান্ত পেরোনর সময় ধরা পড়ে যায় সে। এনিয়ে গত কয়েকমাসে দশ কেজিরও বেশি সোনা ধরা পড়েছে পেট্রাপোল সীমান্তে

English Title: 
gold biscuits had been rescued before smuggling
News Source: 
Home Title: 

পাচার হওয়ার পথে বনগাঁ থেকে উদ্ধার সোনার বিস্কুট

পাচার হওয়ার পথে বনগাঁ থেকে উদ্ধার সোনার বিস্কুট
Yes
Is Blog?: 
No
Section: