জলের অভাবে চাষ প্রায় ধ্বংসের মুখে হুগলির গোঘাটের কৃষকদের

বড়দিন কিংবা বর্ষবরণের উত্‍সবে সামিল হতে পারছেন না হুগলির গোঘাটের কৃষকেরা। কারণ জলের অভাবে তাঁদের চাষ প্রায় ধ্বংসের মুখে। সেচের জন্য সরকারের তরফে ভাবে মিনি ডিপ টিউবওয়েল বসানো হলেও দীর্ঘদিন তা বিকল। প্রশাসন থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন হুগলির গোঘাটের কাঁঠালি এলাকার কৃষকেরা। প্রশাসনের তরফে অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে  আত্মহত্যার হুমকি দিয়েছেন তাঁরা। কৃষকদের অভিযোগ, সরকারি ভাবে যেখানে একর প্রতি তিনশো টাকার বিনিময়ে জল পাওয়া যায়, সেখানে বেসরকারিভাবে একর প্রতি সাড়ে সাত হাজার টাকা দিয়ে চাষের জন্য জল কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। সব মিলিয়ে ঋণের বোঝা এতোটাই যে প্রশাসনিক সাহায্য না পেলে আরও সঙ্কটে পড়তে হবে কৃষকদের।

Updated By: Dec 28, 2015, 09:45 AM IST
 জলের অভাবে চাষ প্রায় ধ্বংসের মুখে হুগলির গোঘাটের কৃষকদের

ওয়েব ডেস্ক: বড়দিন কিংবা বর্ষবরণের উত্‍সবে সামিল হতে পারছেন না হুগলির গোঘাটের কৃষকেরা। কারণ জলের অভাবে তাঁদের চাষ প্রায় ধ্বংসের মুখে। সেচের জন্য সরকারের তরফে ভাবে মিনি ডিপ টিউবওয়েল বসানো হলেও দীর্ঘদিন তা বিকল। প্রশাসন থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন হুগলির গোঘাটের কাঁঠালি এলাকার কৃষকেরা। প্রশাসনের তরফে অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে  আত্মহত্যার হুমকি দিয়েছেন তাঁরা। কৃষকদের অভিযোগ, সরকারি ভাবে যেখানে একর প্রতি তিনশো টাকার বিনিময়ে জল পাওয়া যায়, সেখানে বেসরকারিভাবে একর প্রতি সাড়ে সাত হাজার টাকা দিয়ে চাষের জন্য জল কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। সব মিলিয়ে ঋণের বোঝা এতোটাই যে প্রশাসনিক সাহায্য না পেলে আরও সঙ্কটে পড়তে হবে কৃষকদের।

.