পূর্বস্থলীতে আত্মঘাতী কৃষক
রাজ্যে কৃষকদের মৃত্যুমিছিল অব্যাহত। আজ সকালে বর্ধমানের পূর্বস্থলীর সাহাপুর চণ্ডীপুর গ্রামের ক্ষুদ্রচাষি তাপস মাজির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আটত্রিশ বছরের তাপসবাবু ভাগচাষ করতেন।
Updated By: Jan 14, 2012, 02:12 PM IST
রাজ্যে কৃষকদের মৃত্যুমিছিল অব্যাহত। আজ সকালে বর্ধমানের পূর্বস্থলীর সাহাপুর চণ্ডীপুর গ্রামের ক্ষুদ্রচাষি তাপস মাজির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আটত্রিশ বছরের তাপসবাবু ভাগচাষ করতেন। তবে এ বছর দেনা করে নিজের পঁচিশ কাঠা জমিতে ধান ও সবজি চাষ করেছিলেন তিনি। কিন্তু ফসলের দাম না মেলায়, লোকসানের বহর সামাল দিতে পারেননি তিনি। পরিবারে অভিযোগ, সে কারণেই আত্মহত্যা করেছেন তাপসবাবু। গতকালই মালদহের হরিশচন্দ্রপুরে দেনার দায়ে আত্মহত্যা করেছিলেন হরিদাস রত্ন নামের এক কৃষক। এই নিয়ে রাজ্যে গত কয়েক মাসে উনিশ জন কৃষক আত্মহত্যা করলেন।