রাজ্যে রোজ বাড়ছে আন্ত্রিক আক্রান্তের সংখ্যা

Updated By: Aug 13, 2015, 08:22 PM IST
রাজ্যে রোজ বাড়ছে আন্ত্রিক আক্রান্তের সংখ্যা

টানা বৃষ্টি, বন্যার প্রকোপ থামতেই বাড়ছে জ্বর, আন্ত্রিক। এক ছবি জেলায় জেলায়। বাড়ছে রোগীর সংখ্যা। বহুক্ষেত্রে কম পড়ে যাচ্ছে বেড। ফলে হাসপাতালে ভর্তি হয়েও বিপাকে আক্রান্তরা। স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে উঠছে উদাসীনতার অভিযোগ।    

বাঁকুড়ায় প্লাবিত এলাকাগুলির মধ্যে বেশিরভাগ জায়গা থেকে জল নেমে গেছে। কিন্তু দুর্ভোগ কিছুতেই কাটছে না। ছড়াচ্ছে আন্ত্রিক, টাইফয়েডের মতো অসুখ। বাঁকুড়ার বিভিন্ন ব্লকে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে শতাধিক। প্রতিদিনই বাড়ছে সেই সংখ্যা। রোগীর ভিড়ে উপচে পড়ছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন গ্রামে পাঠানো হচ্ছে মেডিক্যাল টিম।

বর্ধমানের কালনাতেও বাড়ছে আন্ত্রিকের প্রকোপ। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তেরো এবং পনের নম্বর ওয়ার্ডে। কালনা মহকুমা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড়। অসুস্থদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। অবস্থা এমনই যে, একই বেডে দু জন করে রোগীকে রাখতে হচ্ছে। আন্ত্রিক থাবা বসালেও, স্বাস্থ্য দফতর এখনও এনিয়ে সেভাবে তত্‍পর নয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

 

.