পিছিয়ে গিয়েছেন হৃদয় ঘোষ, সাত্তোরের নির্যাতিতা, এখনও লড়াইয়ের সঙ্কল্পে অটুট জারিনা বিবি

Updated By: Aug 12, 2015, 11:19 PM IST
পিছিয়ে গিয়েছেন হৃদয় ঘোষ, সাত্তোরের নির্যাতিতা, এখনও লড়াইয়ের সঙ্কল্পে অটুট জারিনা বিবি

পিছিয়ে এসেছেন হৃদয় ঘোষ। লড়াই চালাতে অনিচ্ছার সুর ধরা পড়েছে সাত্তোরের নির্যাতিতার গলাতেও। কিন্তু তিনি লড়বেন। লড়বেন, যতদিন প্রাণ আছে ততদিন। ফের একথা বললেন জারিনা বিবি।

হাজারো চাপ থাকা সত্ত্বেও, পিছু হটার প্রশ্ন নেই। জানিয়েছেন পুত্রহারা এই বৃদ্ধা। তিন ছেলে খুন হয়েছে। তাঁদের হয়ে বিচার চাইতে গিয়ে আক্রান্ত মা-ও। জারিনা বিবি। লাভপুরের বাসিন্দা এই বৃদ্ধা গত কয়েক বছরে কী দেখেননি!
অভিযুক্ত তৃণমূল নেতা মনিরুল ইসলাম প্রকাশ্য সভায়- সগর্বে পিষে মারার কথা স্বীকার করলেও, আজও তিনি আইনের ধরাছোঁয়ার বাইরে। উল্টে আক্রমণ-হুমকির শিকার জারিনা বিবির পরিবার। তবু পিছিয়ে আসার কথা ভাবতে নারাজ এই পরিবার।  

মঙ্গলবারও সশস্ত্র দুষ্কৃতীরা জারিনা বিবির বাড়িতে ঢুকে হামলা চালায়। আক্রান্ত এই পরিবারের পাশে দাঁড়াতে এদিন লাভপুরের বাড়িতে যায় সিপিএমের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা  প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম।

হামলার অভিযোগ জানাতে গেলে মঙ্গলবার আটক করা হয়েছিল, জারিনা বিবিরই নাতিকে। এই খবর সংবাদমাধ্যমে প্রচারিত হতেই অবশ্য চাপে পড়ে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিস।

 

.