বাঁকুড়ায় হাতির তাণ্ডব
একে নির্বাচনের উত্তেজনা। তায় আবার মাত্রাছাড়া গরম। তার ওপর এসে জুটল হাতির তাণ্ডব। হাতির আতঙ্কে তটস্থ বাঁকুড়ার ইন্দাস ও আশেপাশের এলাকার বাসিন্দারা। দুটি হাতি কার্যত দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে।
Updated By: Apr 16, 2016, 11:32 AM IST
ওয়েব ডেস্ক: একে নির্বাচনের উত্তেজনা। তায় আবার মাত্রাছাড়া গরম। তার ওপর এসে জুটল হাতির তাণ্ডব। হাতির আতঙ্কে তটস্থ বাঁকুড়ার ইন্দাস ও আশেপাশের এলাকার বাসিন্দারা। দুটি হাতি কার্যত দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে। হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বিঘার পর বিঘা জমির ফসল ইতিমধ্যেই নষ্ট হয়েছে। গ্রামবাসীর আশঙ্কা শধু ফসল নষ্ট করেই থেমে থাকবে না এই দুই হাতি। বাড়িঘরের ওপরেও কখন হামলে পড়ে গজরাজ, সেই দিনই গুনছেন গ্রামবাসীরা। পুলিস এবং বন কর্মীরা যৌথভাবে হাতি তাড়ানোর চেষ্টায় ব্যস্ত। তাদের পাত্রসায়রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।