দিঘার সৈকতে দ্বীপের সন্ধান

Updated By: Aug 7, 2015, 06:05 PM IST
দিঘার সৈকতে দ্বীপের সন্ধান

ব্যুরো:দিঘার সৈকতের অদূরে জেগে উঠেছে নতুন চর। বৃহস্পতিবার সেই নতুন চরের সন্ধানে সমুদ্রে অভিযান চালাল কেন্দ্রীয় সমুদ্র বিশেষজ্ঞদের একটি দল। বিশেষজ্ঞ দলের দাবি, জোয়ার থাকায় চরের হদিশ মেলেনি। ভাটার সময় নতুন চরের দেখা মিলতে পারে।

ব্রিটিশ আমলে তৈরি হওয়া দিঘা সমুদ্র সৈকত আজ সমুদ্রগর্ভে। অন্তত আড়াই তিন কিলোমিটার ভিতরে। গত দুশো বছরে সমুদ্র এগিয়ে এসেছে। আজ যে জায়গাটি দিঘা বলে পরিচিত, সেটির আসল নাম পাদিমা। সমুদ্র বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, বর্তমান দিঘা থেকে আড়াই কিলোমিটার দূরে পলি জমে জমে একটি চরের সৃষ্টি হয়েছে। যেটি আগামী দিনে দ্বীপ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এবং ইতিমদ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে দিঘা সৈকতে। দেখা যাচ্ছে না জলোচ্ছ্বাস। কেন এমনটা হচ্ছে, তা নিয়েও চলছে গবেষণা। তবে দিঘার অদূরে নয়া চরের খোঁজ প্রথম পান স্থানীয় মত্‍সজীবীরা। তাঁরা লক্ষ্য করেন, জোয়ারের সময় চরে আটকে যাচ্ছে ঢেউয়ের গতি।যার ফলে সৈকতে বাড়ছে পলিস্তর। যা ঢেউয়ের পথ আরও আটকে দিচ্ছে। সম্প্রতি উপগ্রহ চিত্রেও নতুন চরের ছবি ধরা পড়েছে। তারপরই সদ্য গজিয়ে ওঠা চরের সন্ধানে বৃহস্পতিবার সমুদ্রে অভিযান চালান সমুদ্র বিশেষজ্ঞরা।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীর দাবি, সমুদ্র বিবর্তনের ফলেই গজিয়ে উঠেছে নতুন চর। সমুদ্র বিশেষজ্ঞদের দাবি, দিঘার কাছে পলি জমে নতুন চরের সৃষ্টি হলে পরিবেশের ক্ষতি হবে না। বরং পর্যবেক্ষকদের কাছে তা আরও আকর্ষনীয় হয়ে উঠবে।

.