মালদায় চাঁচোলের গ্রামে মহামারী আকার নিল ডায়রিয়া
মালদার চাঁচোলের আদিবাসী গ্রামে ডায়ারিয়ার মহামারী। পুকুরের জল খেয়ে ডায়ারিয়ায় আক্রান্ত কুড়ি থেকে পঁচিশটি পরিবার। পানীয় জলের অব্যবস্থায় ক্ষোভে ফুঁসছেন মানুষ।মালদার চাঁচোলের কেনপুর পঞ্চায়েতের কাতলামারি গ্রামে এই পুকুরের জলই এখন আতঙ্ক। গ্রামে প্রায় দুশো মানুষের বাস। তারমধ্যে অন্তত পঁচিশটি পরিবার এই জল খেয়েই ডায়ারিয়ায় আক্রান্ত।
ব্যুরো: মালদার চাঁচোলের আদিবাসী গ্রামে ডায়ারিয়ার মহামারী। পুকুরের জল খেয়ে ডায়ারিয়ায় আক্রান্ত কুড়ি থেকে পঁচিশটি পরিবার। পানীয় জলের অব্যবস্থায় ক্ষোভে ফুঁসছেন মানুষ।মালদার চাঁচোলের কেনপুর পঞ্চায়েতের কাতলামারি গ্রামে এই পুকুরের জলই এখন আতঙ্ক। গ্রামে প্রায় দুশো মানুষের বাস। তারমধ্যে অন্তত পঁচিশটি পরিবার এই জল খেয়েই ডায়ারিয়ায় আক্রান্ত।
আক্রান্তদের চিকিত্সা চলছে চাঁচল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তীব্র জলসঙ্কট নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
বিপর্যয়ের জন্য জলদূষণকেই দুষছেন স্বাস্থ্য আধিকারিক।
এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দুষছেন মালতিপুরের আরএসপি বিধায়ক।
খবর পেয়ে এলাকায় আসে স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। জলের নমুনাও সংগ্রহ করেন তাঁরা। তবে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, জলযন্ত্রণার শেষ কোথায়?