ভাঙনে দিশেহারা বিরোধী শিবির, মানছেন বামেরা

ভাঙনে দিশেহারা বিরোধী শিবির। ঘুণ ধরেছে। মানছেন বামেরা। শাসকের নৈতিকতায় প্রশ্ন তুলছেন তাঁরা। কে গেল? কে থাকল? জমা খরচের হিসেব করছে কংগ্রেস। তৃণমূল বলছে, উন্নয়নের টানেই আসছেন বিরোধী নেতারা।

Updated By: Aug 28, 2016, 08:57 PM IST
ভাঙনে দিশেহারা বিরোধী শিবির, মানছেন বামেরা

ওয়েব ডেস্ক: ভাঙনে দিশেহারা বিরোধী শিবির। ঘুণ ধরেছে। মানছেন বামেরা। শাসকের নৈতিকতায় প্রশ্ন তুলছেন তাঁরা। কে গেল? কে থাকল? জমা খরচের হিসেব করছে কংগ্রেস। তৃণমূল বলছে, উন্নয়নের টানেই আসছেন বিরোধী নেতারা।

ঘাসফুলের ঘায়ে চুরমার কাস্তে হাতুড়ি। হাত ভেঙে ফ্র্যাকচার। বাস্তবে এমন শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। তবে রাজনীতিতে সবই সম্ভব। এই বাজারে জিতে আসা জন প্রতিনিধিরা দল বদল করছেন। বিরোধীদের গা জ্বালা স্বাভাবিক। বামেরা মেনে নিচ্ছেন ঘুণ ধরেছে। ভাঙতে ভাঙতে থামবে কোথায়? হিসেব শুরু হয়ে গেছে কংগ্রেস শিবিরেও।

আরও পড়ুন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আসানসোলের জামুড়িয়া

শাসক দলের বিরুদ্ধে টাকা দিয়ে দল ভাঙানোর অভিযোগ তুলছেন বিরোধীরা। প্রশ্ন তাঁদের, শাসক যদি দল এভাবে ভাঙানোর খেলা চালায় তাহলে ভোট করানোর প্রয়োজন কোথায়? স্বাভাবিকভাবেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। তাদের দাবি, উন্নয়নের টানেই দলে দলে ছুটে আসছেন বিরোধী নেতারা।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দলবদলের এই খেলা এই রাজ্যে নতুন নয়। পালাবদলের আগেও হত। হয়তো সরাসরি দলবদল নয়। তবে অনাস্থা ভোটে ক্রশ ভোটিং, হিসেব করে বয়কট, ওয়াক আউটের হিসেব নিকেশ তো চলতই।

.