তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আসানসোলের জামুড়িয়া

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের জামুড়িয়া। পাথরচুরা গ্রামে বোমা ও গুলির লড়াই। গুলিবিদ্ধ এক পথচারী। জখম বেশ কয়েকজন। বিধানসভা নির্বাচনের পর জামুড়িয়াতে নতুন কমিটি গঠন করেছে তৃণমূল। তৃণমূলের নতুন ব্লক সভাপতি মুকুল ব্যানার্জি। তাঁর আগে ব্লক সভাপতি ছিলেন তাপস চক্রবর্তী। অভিযোগ, মুকুল ও তাপস গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মুকুল ব্যানার্জি অশান্তির জন্য তাপস চক্রবর্তীকে দায়ী করেছেন। তাপস চক্রবর্তীর ফোন সুইচড অফ থাকায় তাঁর মতামত জানা যায়নি।

Updated By: Aug 28, 2016, 08:34 PM IST
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আসানসোলের জামুড়িয়া

ওয়েব ডেস্ক: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের জামুড়িয়া। পাথরচুরা গ্রামে বোমা ও গুলির লড়াই। গুলিবিদ্ধ এক পথচারী। জখম বেশ কয়েকজন। বিধানসভা নির্বাচনের পর জামুড়িয়াতে নতুন কমিটি গঠন করেছে তৃণমূল। তৃণমূলের নতুন ব্লক সভাপতি মুকুল ব্যানার্জি। তাঁর আগে ব্লক সভাপতি ছিলেন তাপস চক্রবর্তী। অভিযোগ, মুকুল ও তাপস গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মুকুল ব্যানার্জি অশান্তির জন্য তাপস চক্রবর্তীকে দায়ী করেছেন। তাপস চক্রবর্তীর ফোন সুইচড অফ থাকায় তাঁর মতামত জানা যায়নি।

আরও পড়ুন ছাত্রদের হুমকি ফোনে আতঙ্কিত শিক্ষক

রবিবার। শুনসান ছুটির দিনে হঠাত্‍ উত্তপ্ত আসানসোলের জামুড়িয়া। পাথরচুরা গ্রামে যুযুধান দুপক্ষ। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষেই পাথরচুরা গ্রামে এত অশান্তি। বিধানসভা নির্বাচনের পর জামুড়িয়াতে তৃণমূলের নতুন কমিটি গঠন হয়। শাসকদলের নতুন ব্লক সভাপতি হন মুকুল ব্যানার্জি। তাঁর আগে ব্লক সভাপতি ছিলেন তাপস চক্রবর্তী। অভিযোগ, মুকুল ও তাপস গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও মুকুল ব্যানার্জি অশান্তির জন্য একতরফা ভাবে তাপস চক্রবর্তীকে দায়ী করেছেন।

আরও পড়ুন সাংবাদিক পরিচয়ে চুঁচুড়ার বিধায়কের বাড়িতে স্টিং অপারেশনের চেষ্টা

.