আজ শিল্পের দাবিতে বারাকপুরের সভায় বুদ্ধদেব ভট্টাচার্য

সিঙ্গুরের পর এবার বারাকপুর। শিল্পের দাবিতে বারাকপুরের সভায় বুদ্ধদেব ভট্টাচার্য। বরানগর থেকে বারাকপুর এবং কাঁচরাপাড়া থেকে বারাকপুর পর্যন্ত পদযাত্রা। পদযাত্রার শেষে বারাকপুর স্টেশনের সামনে জনসভা। বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও থাকছেন গৌতম দেব, তড়িত্‍ তোপদাররা। গত দশ বছর আগেও এই বারাকপুর শিল্পাঞ্চল ছিল বামেদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। কিন্তু পালাবদলের সঙ্গে সঙ্গেই বারাকপুর শিল্পাঞ্চলে বদলে গিয়েছে পতাকার রং। গোটা অঞ্চল জুড়ে এখন তৃণমূলের একচেটিয়া দাপট। এই অঞ্চলে বারবারই উঠেছে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ। বহু বছর পর বামেদের এতবড় পদযাত্রা এবং সমাবেশের ডাক বারাকপুরের বুকে। এবারের ভোটে বামেরা শিল্পকেই যে সবচেয়ে বড় ইস্যু হিসেবে তুলে ধরতে চায়, বুদ্ধদেব ভট্টাচার্যের সমাবেশের জন্য সিঙ্গুর অথবা বারাকপুর বেছে নেওয়া থেকেই তা স্পষ্ট। এদিন পাল্টা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসও। নিউ বারাকপুর থেকে মিছিলের ডাক জেলা তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবে একই দিনে দুই মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে বারাকপুরে।

Updated By: Feb 11, 2016, 09:26 AM IST
আজ শিল্পের দাবিতে বারাকপুরের সভায় বুদ্ধদেব ভট্টাচার্য

ওয়েব ডেস্ক: সিঙ্গুরের পর এবার বারাকপুর। শিল্পের দাবিতে বারাকপুরের সভায় বুদ্ধদেব ভট্টাচার্য। বরানগর থেকে বারাকপুর এবং কাঁচরাপাড়া থেকে বারাকপুর পর্যন্ত পদযাত্রা। পদযাত্রার শেষে বারাকপুর স্টেশনের সামনে জনসভা। বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও থাকছেন গৌতম দেব, তড়িত্‍ তোপদাররা। গত দশ বছর আগেও এই বারাকপুর শিল্পাঞ্চল ছিল বামেদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। কিন্তু পালাবদলের সঙ্গে সঙ্গেই বারাকপুর শিল্পাঞ্চলে বদলে গিয়েছে পতাকার রং। গোটা অঞ্চল জুড়ে এখন তৃণমূলের একচেটিয়া দাপট। এই অঞ্চলে বারবারই উঠেছে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ। বহু বছর পর বামেদের এতবড় পদযাত্রা এবং সমাবেশের ডাক বারাকপুরের বুকে। এবারের ভোটে বামেরা শিল্পকেই যে সবচেয়ে বড় ইস্যু হিসেবে তুলে ধরতে চায়, বুদ্ধদেব ভট্টাচার্যের সমাবেশের জন্য সিঙ্গুর অথবা বারাকপুর বেছে নেওয়া থেকেই তা স্পষ্ট। এদিন পাল্টা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসও। নিউ বারাকপুর থেকে মিছিলের ডাক জেলা তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবে একই দিনে দুই মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে বারাকপুরে।

.