সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ কংগ্রেসের

এইমসের ধাঁচে রায়গঞ্জে হাসপাতাল, রাজ্যে সন্ত্রাস ইস্যু । মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এবার সরাসরি আক্রমণের পথে হাঁটতে শুরু করল কংগ্রেস।

Updated By: Nov 15, 2011, 05:58 PM IST

এইমসের ধাঁচে রায়গঞ্জে হাসপাতাল, রাজ্যে সন্ত্রাস ইস্যু । মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এবার সরাসরি আক্রমণের পথে হাঁটতে শুরু করল কংগ্রেস। সোমবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে এক বিক্ষোভ অবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তৃণমূল তাঁদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে তৈরি কংগ্রেসও। অন্যদিকে, রায়গঞ্জে প্রস্তাবিত হাসপাতাল নিয়ে রাজ্য সরকার যাতে কোনওরকম রাজনীতি না করে, সেই হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি।সন্ত্রাস থেকে পঞ্চায়েতি ব্যবস্থায় আমলাতন্ত্রের প্রাধান্য। রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সন্ত্রাস ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদেরও সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এবার সুর আরও চড়া করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
রাজ্য প্রশাসন ক্রমশ দলতন্ত্রের গ্রাসে চলে যাচ্ছে বলেও অভিয়োগ করেছেন প্রদেশ কংগ্রেস নেতারা। এইমসের ধাঁচে রায়গঞ্জে হাসপাতাল তৈরির দাবিতে গত নয়ই নভেম্বর থেকে জেলার ব্লকে ব্লকে পদযাত্রা শুরু করেছে কংগ্রেস। নেতৃত্বে রয়েছেন সাংসদ দীপা দাশমুন্সি। সোমবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে বিক্ষোভ অবস্থান করেন প্রদেশ কংগ্রেস নেতারা।

.