এখনও উত্তপ্ত বলরামপুর
পুরুলিয়ার বলরামপুরে দুই তৃণমূল কর্মী খুনের পর থেকেই অযোধ্যা পাহাড়ে জোরদার তল্লাসি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। দুজনকে মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে যৌথবাহিনী আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
পুরুলিয়ার বলরামপুরে দুই তৃণমূল কর্মী খুনের পর থেকেই অযোধ্যা পাহাড়ে জোরদার তল্লাসি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। দুজনকে মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে যৌথবাহিনী আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। যৌথবাহিনীর অভিযান তদারকি করতে বলরামপুর মাওবাদী বিরোধী অভিযানে অভিজ্ঞ পুলিস অফিসারদের পাঠানো হয়েছে। সেখানে যান আইজি পশ্চিমাঞ্চল গঙ্গেশ্বর সিং, সিআইএফের স্পেশাল সুপার মনোজ ভার্মা ও জেলার পুলিস সুপার সুনীল চৌধুরী। সোমবার রাতে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই মাওবাদী স্কোয়াড সদস্য সুরেশ ও বীরেন। তাদের দেহ আজ সকালে অযোধ্যা পাহাড় থেকে উদ্ধার করে যৌথবাহিনী। সুরেশ বলরামপুরের বাসিন্দা হলেও বীরেনের বাড়ি ঝাড়খণ্ডে বলে জানতে পেরেছে পুলিস। তল্লাসিতে উদ্ধার হয়েছে একটি এসএলআর, একটি থ্রি নট থ্রি, একটি ডাবল ব্যারেল রাইফেল এবং একটি নাইন এমএম পিস্তল। উদ্ধার হয়েছে প্রচুর গুলিও। গোয়েন্দারা জানতে পেরেছেন, বলরামপুরের খুনটাঁড় গ্রামে গতকাল দুই জন তৃণমূল কর্মীকে খুন করেছে মাওবাদীদের রঞ্জিত পাল স্কোয়াড। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম দুই নাগা জওয়ানকে চিকিত্সার জন্য রাঁচি নিয়ে যাওয়া হয়েছে।