ডব্লুবিসিএস অফিসারদের ঢালাও প্রশংসা মুখ্যমন্ত্রীর

সরকারের যে কোনও প্রকল্পে সাফল্যের আসল কৃতিত্ব WBCS অফিসারদেরই। হাওড়ার শরত্‍ সদনে, WBCS অফিসারদের বার্ষিক সাধারণ সভায় বললেন মুখ্যমন্ত্রী। পেশাগত ক্ষেত্রে অফিসারদের অধিকাংশ দাবিদাওয়াই আজ মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Aug 29, 2014, 06:21 PM IST
ডব্লুবিসিএস অফিসারদের ঢালাও প্রশংসা মুখ্যমন্ত্রীর

হাওড়া: সরকারের যে কোনও প্রকল্পে সাফল্যের আসল কৃতিত্ব WBCS অফিসারদেরই। হাওড়ার শরত্‍ সদনে, WBCS অফিসারদের বার্ষিক সাধারণ সভায় বললেন মুখ্যমন্ত্রী। পেশাগত ক্ষেত্রে অফিসারদের অধিকাংশ দাবিদাওয়াই আজ মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

 শুক্রবার ডব্লুবিসিএস অফিসারদের বার্ষিক সাধারণ সভায় কার্যত কল্পতরুর ভূমিকায় পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। সামাজিক প্রকল্পে সরকারের সাফল্যের যাবতীয় কৃতিত্ব  ডব্লুবিসিএস অফিসারদের দিলেন তিনি। একইসঙ্গে, অফিসারদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা,

সিঙ্গাপুরের সেন্টার অফ এক্সেলেন্স স্কুল  অফ পাবলিক পলিসিতে ট্রেনিং দেওয়া হবে রাজ্যের WBCS অফিসারদের।

বিডিও পদে প্রাথমিক নিয়োগের পরেই কাজের সুবিধার জন্য প্রত্যেক ডব্লুবিসিএস অফিসারকে ল্যাপটপ দেবে রাজ্য

এতদিন চাকরির আটবছর পর অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ও ষোলো বছরে ডেপুটি সেক্রেটারি হতেন WBCS অফিসাররা।মুখ্যমন্ত্রীর ঘোষণা, আট বছরেই ডেপুটি সেক্রেটারি হতে পারবেন অফিসাররা।

আইপিএস অফিসারদের মতোই চাকরির আটবছরে দুটি বাড়তি ইনক্রিমেন্ট দেওয়া হবে ডব্লুবিসিএস অফিসারদের। ষোলো বছরে আরও দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন তাঁরা।

রাজ্যে জয়েন্ট সেক্রেটারি পদে রয়েছেন একশো পঁয়ষট্টি জন ডব্লুবিসিএস  অফিসার। আরও পঞ্চাশজন অফিসারকে জয়েন্ট সেক্রেটারি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বর্তমানে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরেই জেলাশাসকের পদে ডব্লুবিসিএস অফিসার রয়েছেন। আরও দুই জেলাশাসক পদে ডব্লুবিসিএস অফিসার নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিধিমতো ডব্লুবিসিএস অফিসারদের সর্বোচ্চ পদ স্পেশাল সেক্রেটারি।  মুখ্যমন্ত্রীর ঘোষণা, খুব ভাল কাজ করলে কোনও ডব্লুবিসিএস অফিসারকে কোনও দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হতে পারে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিসের মতোই ডব্লুবিসিএস অফিসারদের জন্য রাজারহাটে আবাসন ও অফিসারদের সন্তানদের জন্য মডেল স্কুল তৈরি করবে রাজ্য।

 

.