মুখ্যমন্ত্রীর আপত্তিকর ছবি পাঠানোয় গ্রেফতার যুবক

ইমেলে মুখ্যমন্ত্রীর আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। হুগলির পুরশুড়ায় ঘটনাটি ঘটেছে। পুরশুড়া একনম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী প্রত্যয় কুমারের মেল অ্যাকাউন্টে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর একটি আপত্তিকর ছবি আসে বলে অভিযোগ।

Updated By: Jun 8, 2012, 01:57 PM IST

ইমেলে মুখ্যমন্ত্রীর আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। হুগলির পুরশুড়ায় ঘটনাটি ঘটেছে। পুরশুড়া একনম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী প্রত্যয় কুমারের মেল অ্যাকাউন্টে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর একটি আপত্তিকর ছবি আসে বলে অভিযোগ। অভিযোগ, মেলটি পাঠানো হয়েছিল ঝন্টু পাত্র নামে এক যুবকের মেল আইডি থেকে। প্রত্যয় কুমার বিষয়টি তৃণমূলের ব্লক সভাপতি জয়দেব জানাকে জানান। পুরশুড়া থানায় অভিযোগ করেন জয়দেববাবু। রাতে জঙ্গলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ঝন্টু পাত্রকে।  

.