ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী

তিনদিনের সফরে দার্জিলিং পৌঁছলেন মুখ্যমন্ত্রী। দুপুর আড়াইটে নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। তারপর সড়কপথে দার্জিলিংয়ে পৌঁছন। বুধবার সন্ধেয় দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে মোর্চা নেতৃত্বের সঙ্গে একটি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক পরীক্ষার জন্য সভাটি জিমখানা ক্লাবের ভিতরেই করা হবে।

Updated By: Feb 29, 2012, 02:30 PM IST

তিনদিনের সফরে দার্জিলিং পৌঁছলেন মুখ্যমন্ত্রী। দুপুর আড়াইটে নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। তারপর সড়কপথে দার্জিলিংয়ে পৌঁছন।
বুধবার সন্ধেয় দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে মোর্চা নেতৃত্বের সঙ্গে একটি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক পরীক্ষার জন্য সভাটি জিমখানা ক্লাবের ভিতরেই করা হবে। বৃহস্পতিবার দার্জিলিংয়ে একটি জলপ্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর আধিকারিক এবং মন্ত্রীদের সঙ্গে পাহাড়ের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
জিটিএ চুক্তি স্বাক্ষর হলেও এখনও তা কার্যকর না হওয়ায় পাহাড়ের মানুষের ক্ষোভ বেড়েছে। এর ফলে যথেষ্টই চাপে গোর্খা জনমুক্তি মোর্চা। ২৭ মার্চের মধ্যে জিটিএ চুক্তি কার্যকর না হলে,  চুক্তির কপি পুড়িয়ে নতুন করে আন্দোলন শুরুর হুমকি দিয়েছে মোর্চা নেতৃত্ব।

.