সুশান্ত মামলায় রাজসাক্ষী প্রত্যাহার সিআইডির
বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে দুজনকে রাজসাক্ষী করতে চেয়েও পিছিয়ে এল তদন্তকারী সংস্থা সিআইডি। সোমবার মেদিনীপুর আদালতে সিআইডি একটি আবেদন একথা জানায়। ওই আবেদনে বলা হয়েছে, দুজনকে সিআইডি রাজসাক্ষী করতে চেয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হল। বৈদ্যনাথ সাঁতরা ও মদন সাঁতরাকে রাজসাক্ষী করার জন্য সিআইডি-র তরফেই আবেদন জানানো হয়েছিল।
বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে দুজনকে রাজসাক্ষী করতে চেয়েও পিছিয়ে এল তদন্তকারী সংস্থা সিআইডি। সোমবার মেদিনীপুর আদালতে সিআইডি একটি আবেদন একথা জানায়। ওই আবেদনে বলা হয়েছে, দুজনকে সিআইডি রাজসাক্ষী করতে চেয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হল। বৈদ্যনাথ সাঁতরা ও মদন সাঁতরাকে রাজসাক্ষী করার জন্য সিআইডি-র তরফেই আবেদন জানানো হয়েছিল। এই দুই সাক্ষীর বয়ানে এই মামলায় অভিযুক্তদের দোষ প্রমাণে সুবিধা হবে মনে করেই তাদের রাজসাক্ষী করতে চেয়েছিল সিআইডি। আদালত এখনও তা মঞ্জুর করেনি। সোমবার সিআইডি-র নয়া এই আবেদনের ফলে, এই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ দুই সাক্ষীর বয়ানের গুরুত্বের অনেকটাই বদল হল। সিআইডি-র বক্তব্য, আদালতের অনুমোদন না-পাওয়ায় শুনানি শুরু করতে দেরি হচ্ছিল। সেই কারণেই তা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। যদিও আইনজীবীদের মতে, বহুদিনের পুরনো এই মামলায় পারিপার্শ্বিক তথ্যপ্রমানই তদন্তকারী সংস্থার হাতিয়ার। তাই, রাজসাক্ষীর বয়ান গুরুত্বপূর্ণ হতেই পারত।