Burdwan: দুর্গা সহায়! বন দফতরের ভয়ে এখনও পুজো চলছে বর্ধমানে এই গ্রামে...
Burdwan: প্রায় দেড় মাস পার। মহালয়ার পর দেবীপক্ষে মর্ত্যলোকে দেবী দুর্গা। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে এসেছিলেন বাপেরবাড়িতে। চারদিন ধরেই পুজো পেয়েছেন বাংলার সর্বত্রই। বাদ যায়নি পূর্ব বর্ধমানের আউশগ্রামের সুকান্তপল্লিও। জঙ্গলে ঘেরা গ্রামে মন্দিরে বেশ ঘটা করেই পুজোয় আয়োজন করেছিলেন গ্রামবাসীরা, কিন্তু বিসর্জন হয়নি। পুজো চলছে এখনও।
অরূপ লাহা: কৈলাসে কবে ফিরবেন? বন দফতরের নিষেধাজ্ঞায় এবার বিপাকে স্বয়ং মা দুর্গা! সপরিবারের দেবীকে আটকে রাখা হয়েছে মন্দিরে। চলছে নিত্যসেবা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ঘটনা।
আরও পড়ুন: Malda: রিল বানানোর জন্য হাতে পিস্তল! বন্ধুর হাতেই বন্ধু খুন...
প্রায় দেড় মাস পার। মহালয়ার পর দেবীপক্ষে মর্ত্যলোকে দেবী দুর্গা। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে এসেছিলেন বাপেরবাড়িতে। চারদিন ধরেই পুজো পেয়েছেন বাংলার সর্বত্রই। বাদ যায়নি পূর্ব বর্ধমানের আউশগ্রামের সুকান্তপল্লিও। জঙ্গলে ঘেরা গ্রামে মন্দিরে বেশ ঘটা করেই পুজোয় আয়োজন করেছিলেন গ্রামবাসীরা, কিন্তু বিসর্জন হয়নি। পুজো চলছে এখনও।
কেন? যে জমিতে মন্দির প্রতিষ্ঠা করে দুর্গাপুজো করেছেন গ্রামবাসীদের, সেই জমিটি বন দফতরের। এখন নিয়মমাফিক সেই জমিতে কোনও নির্মাণকাজ করা যায় না। গ্রামবাসীদের আশঙ্কা, দুর্গা প্রতিমা বার করলেই মন্দিরটি ভেঙে দেবেন বন দফতরের কর্মীরা। ফলে বিজয়া দশমীর পর প্রায় দেড় মাস কেটে গেলেও, দেবী দুর্গা আটকে পড়েছেন সুকান্তপল্লিতে।
আরও পড়ুন: Bardhaman: স্কুল মা, পড়ুয়ারা সন্তান! সম্পর্কের অন্য ছবিতে বর্ধমানে জিয়া নস্টাল...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)