কলেজের অস্থায়ী কর্মীর গ্রেফতারির প্রতিবাদে অবস্থানে বসলেন প্রিন্সিপাল
কলেজের অস্থায়ী কর্মীর গ্রেফতারির প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসলেন সেই কলেজেরই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। এই ঘটনা ডোমকল কলেজের। কেন এমন ঘটনা? তদন্তে জানা যাচ্ছে, সম্প্রতি ডিসট্যান্স এডুকেশনের ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র হঠাত্ইন হামলা চালায় বলে অভিযোগ। গণ্ডগোল পাকানোর অভিযোগে পুলিস তখন আকবর আলি নামে ওই অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে।
ওয়েব ডেস্ক: কলেজের অস্থায়ী কর্মীর গ্রেফতারির প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসলেন সেই কলেজেরই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। এই ঘটনা ডোমকল কলেজের। কেন এমন ঘটনা? তদন্তে জানা যাচ্ছে, সম্প্রতি ডিসট্যান্স এডুকেশনের ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র হঠাত্ইন হামলা চালায় বলে অভিযোগ। গণ্ডগোল পাকানোর অভিযোগে পুলিস তখন আকবর আলি নামে ওই অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে।
আরও পড়ুন মকর সংক্রান্তির আগের দিনই ফের পুরনো ফর্মে শীত
যদিও প্রিন্সিপাল ইন চার্জ দেবাশিস ব্যানার্জি এই কথা মানতে নারাজ। বরং, তাঁর উল্টে অভিযোগ, অন্যায় ভাবে আকবর আলিকে গ্রেফতার করেছে পুলিস। সেই ঘটনারই প্রতিবাদে তিনি ডোমকল থানার সামনে অবস্থানে বসেন।
আরও পড়ুন রোগী মৃত্যুকে কেন্দ্র করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ধুন্ধুমার