রোগী মৃত্যুকে কেন্দ্র করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ধুন্ধুমার

রোগী মৃত্যুকে কেন্দ্র করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ধুন্ধুমার। মারধরে কপাল ফাটল এক চিকিত্সকের। খাদ্য দফতরের কর্মী পিন্টু রক্ষিত গতকাল হঠাত্‍ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে নিয়ে জরুরি বিভাগের চিকিত্সক বলেন, পিন্টু বাবুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তখনও বেঁচে ছিলেন তিনি। কিছুক্ষন পরে অন্য চিকিত্সক পিন্টু রক্ষিতকে মৃত বলে ঘোষণা করেন।

Updated By: Jan 13, 2017, 08:24 AM IST
রোগী মৃত্যুকে কেন্দ্র করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ধুন্ধুমার

ওয়েব ডেস্ক: রোগী মৃত্যুকে কেন্দ্র করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ধুন্ধুমার। মারধরে কপাল ফাটল এক চিকিত্সকের। খাদ্য দফতরের কর্মী পিন্টু রক্ষিত গতকাল হঠাত্‍ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে নিয়ে জরুরি বিভাগের চিকিত্সক বলেন, পিন্টু বাবুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তখনও বেঁচে ছিলেন তিনি। কিছুক্ষন পরে অন্য চিকিত্সক পিন্টু রক্ষিতকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ

এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগে জরুরি বিভাগে চড়াও হন রোগীর আত্মীয়রা। চলে ভাঙচুর। জানালার কাচ ছিটকে গিয়ে লাগে চিকিত্সক পার্থ বোসের কপালে। চুঁচুড়া থানার পুলিস গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। 

আরও পড়ুন  হুগলির পুলিস লাইনে ফের সাপ, আতঙ্কে কর্মীরা

.