বর্ধমান বিস্ফোরণ কাণ্ড: গোয়েন্দাদের নিশানায় জেহাদি দম্পতি

বর্ধমান বিস্ফোরণের তদন্তে, গোয়েন্দাদের নিশানায় এবার জেহাদি দম্পতিরা। অসমে বরপেটা মডিউলের ধৃত জঙ্গি সুজানার সূত্র ধরে তাঁর স্বামী শাহনূরের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা। এ রাজ্যেও আবুল হাকিম ও আলিমাকে মুখোমুখি জেরার প্রস্তুতি নিচ্ছে NIA।

Updated By: Nov 15, 2014, 07:16 PM IST
বর্ধমান বিস্ফোরণ কাণ্ড: গোয়েন্দাদের নিশানায় জেহাদি দম্পতি

ব্যুরো: বর্ধমান বিস্ফোরণের তদন্তে, গোয়েন্দাদের নিশানায় এবার জেহাদি দম্পতিরা। অসমে বরপেটা মডিউলের ধৃত জঙ্গি সুজানার সূত্র ধরে তাঁর স্বামী শাহনূরের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা। এ রাজ্যেও আবুল হাকিম ও আলিমাকে মুখোমুখি জেরার প্রস্তুতি নিচ্ছে NIA।

অসমের বরপেটা মডিউলের সদস্য শাহনূর ও সুজানা। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে জেহাদি অর্থ পাচারের দায়িত্বে  ছিল এই দম্পতি। কয়েকদিন আগে বরপেটা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার হয় সুজানা। তাঁকে জেরায় উদ্ধার হল প্রচুর তথ্য প্রমাণ।

সুজানাকে জেরা করে অসমের বরোলিয়া পাড়ায় চাঁদ মহম্মদ ও সবরুদ্দিন নামে আরও দুই জঙ্গির হদিশ পেয়েছে অসম পুলিস।
বরোলিয়া পাড়ায় সবরুদ্দিনের বাড়িতেই শাহনূর ও সুজানা লুকিয়ে ছিল বলে তদন্তে জেনেছে পুলিস।

দুই জঙ্গির থেকে উদ্ধার হয়েছে শাহনূরের দুটি মোবাইল, রাসায়নিক এবং প্রচুর জেহাদি পুস্তিকা।

বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক, একটি টেম্পো এবং একটি ট্রাক।

এরাজ্যে আবুল হাকিম ও আলিমাকে মুখোমুখি বসিয়ে জেরার প্রস্তুতি নিচ্ছে NIA। সেই জন্য, জেল হেফাজতে থাকা আলিমাকে শনিবারই আদালতে পেশ করা হয়। তাকে বিশে নভেম্বর পর্যন্ত NIA হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

 

.