ঘোড়া নিয়ে ঘোর বিপদে বর্ধমান

বাদামি রঙের এক ঘোড়াকে নিয়ে বেজায় চিন্তিত বর্ধমানের নওয়াদা গ্রামের বাসিন্দারা। কখনও সে পড়ে যাচ্ছে খালের জলে। কখনও বা সোজা উঠে পড়ছে রেল লাইনে। দৃষ্টিহীন হওয়ায়  ঘোড়াটির পায়ে পায়ে বিপদ ।  অজানা অতিথির কখন কী হয় ভেবে আকুল গাঁয়ের মানুষ। তাঁদের দাবি, দৃষ্টিহীন অবলা প্রাণীটির সুরক্ষায় সাহায্যের হাত বাড়াক সরকার।

Updated By: Aug 10, 2014, 07:28 PM IST

বর্ধমান: বাদামি রঙের এক ঘোড়াকে নিয়ে বেজায় চিন্তিত বর্ধমানের নওয়াদা গ্রামের বাসিন্দারা। কখনও সে পড়ে যাচ্ছে খালের জলে। কখনও বা সোজা উঠে পড়ছে রেল লাইনে। দৃষ্টিহীন হওয়ায়  ঘোড়াটির পায়ে পায়ে বিপদ ।  অজানা অতিথির কখন কী হয় ভেবে আকুল গাঁয়ের মানুষ। তাঁদের দাবি, দৃষ্টিহীন অবলা প্রাণীটির সুরক্ষায় সাহায্যের হাত বাড়াক সরকার।

 কবে, কখন, কিভাবে সে  এই গ্রামে এসেছিল কেউ জানে না। সে নিজের মতই ঘুরে বেড়ায় গ্রামে, মাঠে, ধানক্ষেতে। বাদামি রঙের এক ঘোড়া। দুচোখে দৃষ্টি নেই। বিপদ তার পদে, পদে।  ঝড়, বৃষ্টিতে সে পড়ে থাকে খোলা আকাশের নিচে। একাধিকবার সে পড়ে গিয়েছে খালে, উঠে পড়েছে রেল লাইনে। গ্রামবাসীদের নজরে আসায়, তারাই তাকে উদ্ধার করেছে বিপদের হাত থেকে। অবলা প্রাণীটিকে বড়ই ভালবেসে ফেলেছেন গ্রামবাসীরা।

বন দফতর অবশ্য জানাচ্ছে ঘোড়া গৃহপালিত পশু। তাই   তাদের কিছু করার নেই।  এফভিও- বর্ধমানের জেলাশাসক অবশ্য আশ্বাস দিয়েছেন ঘোড়াটিকে উদ্ধার করে তার বাংলোয় রাখবেন তিনি। গ্রামের অতিথির নিরাপদ আশ্রয় কবে মেলে এখন সেদিকেই তাকিয়ে নওয়াদার বাসিন্দারা।

 

.