মুসম্বি চাষ এবার আপনার বাগানে
নাগপুর বা নাসিকের মুসম্বি এবার হতে পারে আপনার বাগানেই। হ্যাঁ, এবার ভিটামিন সি ও বি সমৃদ্ধ মুসম্বি উত্পাদনে রাজ্যের মধ্যে অন্যতম স্থান পেতে চলেছে বাঁকুড়া। পরীক্ষামূলক উত্পাদনের পাশাপাশি এবার বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে মুসম্বি চাষ। কীভাবে সম্ভব হবে ভাল জাতের মুসম্বির চাষ, তা জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
ওয়েব ডেস্ক: নাগপুর বা নাসিকের মুসম্বি এবার হতে পারে আপনার বাগানেই। হ্যাঁ, এবার ভিটামিন সি ও বি সমৃদ্ধ মুসম্বি উত্পাদনে রাজ্যের মধ্যে অন্যতম স্থান পেতে চলেছে বাঁকুড়া। পরীক্ষামূলক উত্পাদনের পাশাপাশি এবার বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে মুসম্বি চাষ। কীভাবে সম্ভব হবে ভাল জাতের মুসম্বির চাষ, তা জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
রুক্ষ, লাল কাঁকুড়ে মাটিতেই মিষ্টি রসাল মুসম্বির উত্পাদন সম্ভব। বিশেষজ্ঞদের মতে, চাষের জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে জমিতে জল না দাঁড়ায়। সেক্ষেত্রে জমিতে ব্যবস্থা রাখতে হবে ড্রিফট ইরিগেশনের।
বিশেষ পদ্ধতিতে গাছের শেকড় ও ডাল থেকে চারা তৈরি করে চাষীদের মধ্যে তা বিক্রির ব্যবস্থা করেছেন বাঁকুড়ার তালডাংরা হর্টিকালচার রিসার্চ স্টেশনের গবেষকরা। কীভাবে সেই চারা রোপণ করতে হবে সেই পরামর্শও কৃষকদের দিচ্ছেন বিশেষজ্ঞেরা।
মুসম্বি চাষে লাভের পরিমানও বেশি। এই গাছে রোগের প্রকোপ তেমন না থাকলেও আগাম সতর্কতা হিসেবে কি কি করণীয় তাও তুলে ধরা হচ্ছে। রুক্ষ মাটিতে রসাল মুসুম্বির চাষ করে এবার রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিতে চান বাঁকুড়ার কৃষকেরা।