বামেদের ব্রিগেড সমাবেশে বাস দেওয়ার `মাসুল` গুনছেন নিত্যযাত্রীরাও

বামেদের ব্রিগেড সমাবেশে বাস দেওয়ার মাসুল গুনছেন আসানসোল- রানিগঞ্জ রুটের একাধিক মাস মালিক। আজ সকাল থেকে পথে নামতে দেওয়া হয়েছে ওই রুটের বেশ কয়েকটি বাস। এমনকী ওই মালিকদের অন্য রুটের বাসও নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Updated By: Feb 10, 2014, 02:00 PM IST

বামেদের ব্রিগেড সমাবেশে বাস দেওয়ার মাসুল গুনছেন আসানসোল- রানিগঞ্জ রুটের একাধিক বাস মালিক। আজ সকাল থেকে পথে নামতে দেওয়া হয়নি ওই রুটের বেশ কয়েকটি বাসগুলিকে। এমনকী ওই মালিকদের অন্য রুটের বাসও নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিআইএম। যদিও তৃণমূলের দাবি, ব্রিগেড সমাবেশে জোর করে বাস নেওয়া হয়েছে গতকাল। যাত্রী ও পরীক্ষার্থীদের অসুবিধের কথা না ভেবেই মালিকরা ব্রিগেডের জন্য বাস দিয়েছিলেন। তাই ওই রুটে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যাত্রীদের অসুবিধে না হওয়ার জন্য অন্য বেশ কয়েকটি বাস রাস্তায় নামানো হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

.