নামেই শান্তি সভা, বীরভূম অশান্তই

অনুব্রত মণ্ডলের শান্তি সভার পর থেকেই একের পর এক রাজনৈতিক অশান্তি বীরভূমে। বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তেজনা ছড়াল মাখড়া গ্রামে। সকাল থেকেই বিজেপি ও তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে। গ্রামেরই এক বিজেপি সমর্থককের ওপর হামলাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। হাঁসরা বাসস্ট্যান্ডে বাজার করতে গিয়েছিলেন বিজেপি সমর্থক শিশ মহম্মদ। অভিযোগ তখনই ওই কিশোরের ওপর চড়াও হয় সেখানকার তৃণমূল কর্মীরা। তাঁদের হাত থেকে শিশ মহম্মদকে উদ্ধার করে গ্রামে পৌছে দেয় পুলিস। কিন্তু, শিশ মহম্মদ গ্রামে পৌছতেই উত্তেজনা ছড়ায়। গ্রামের তৃণমূল সমর্থক পরিবারগুলির ওপর হামলা শুরু করেন বিজেপি সমর্থকরা। বেধড়ক মারধর করা হয় এক তৃণমূল কর্মীকে।

Updated By: May 26, 2015, 10:06 PM IST
নামেই শান্তি সভা, বীরভূম অশান্তই

ওয়েব ডেস্ক: অনুব্রত মণ্ডলের শান্তি সভার পর থেকেই একের পর এক রাজনৈতিক অশান্তি বীরভূমে। বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তেজনা ছড়াল মাখড়া গ্রামে। সকাল থেকেই বিজেপি ও তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে। গ্রামেরই এক বিজেপি সমর্থককের ওপর হামলাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। হাঁসরা বাসস্ট্যান্ডে বাজার করতে গিয়েছিলেন বিজেপি সমর্থক শিশ মহম্মদ। অভিযোগ তখনই ওই কিশোরের ওপর চড়াও হয় সেখানকার তৃণমূল কর্মীরা। তাঁদের হাত থেকে শিশ মহম্মদকে উদ্ধার করে গ্রামে পৌছে দেয় পুলিস। কিন্তু, শিশ মহম্মদ গ্রামে পৌছতেই উত্তেজনা ছড়ায়। গ্রামের তৃণমূল সমর্থক পরিবারগুলির ওপর হামলা শুরু করেন বিজেপি সমর্থকরা। বেধড়ক মারধর করা হয় এক তৃণমূল কর্মীকে।

.