বছরের পর বছর চিকিত্সক ছাড়াই চলছে বানপুর স্বাস্থ্যকেন্দ্র
Updated By: Nov 17, 2014, 10:43 PM IST
হাসপাতাল আছে। কিন্তু চিকিত্সক নেই। এটাই ছবি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের বানপুর স্বাস্থ্যকেন্দ্রে। প্রতিদিনই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীরা। কিন্তু বছরের পর বছর স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যটাই বেহাল হয়ে পড়ে রয়েছে।
রোগী সামলান ফার্মাসিস্ট। ওষুধ দেন তিনিই। প্রসব যন্ত্রণা নিয়ে কেউ হাসপাতালে এলে তা সামলে দেন নার্সরা। দিনের পর দিন এই অবস্থায় চলছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের বানপুর স্বাস্থ্যকেন্দ্র। অথচ এই হাসপাতালে ভিড় করেন পঁচিশটি গ্রামের বাসিন্দারা।
ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বীকার করে নিচ্ছেন সমস্যার কথা। কিন্তু সমস্যার সমাধান? সে প্রশ্নের অবশ্য জবাব নেই।