বাণেশ্বর হোম কাণ্ডে গ্রেফতার কমিটির সদস্য জগদীশ চৌধুরী

বাণেশ্বর হোমে কাণ্ডে হোমের কার্যকরী কমিটির সদস্য জগদীশ চৌধুরীকে গ্রেফতার করল পুলিস। ওই হোমের তিন  আবাসিক তরুণী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিন জনই কোচবিহারের এমজেএন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। অভিযোগ, হোমের অব্যবস্থা নিয়ে বারবার হোম কর্তৃপক্ষ, প্রশাসনকে জানানো হলে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থার প্রতিবাদ জানাতেই আত্মহত্যা করার চেষ্টা করেন তিন তরুণী।

Updated By: Jan 15, 2017, 02:58 PM IST
বাণেশ্বর হোম কাণ্ডে গ্রেফতার কমিটির সদস্য জগদীশ চৌধুরী

ওয়েব ডেস্ক: বাণেশ্বর হোমে কাণ্ডে হোমের কার্যকরী কমিটির সদস্য জগদীশ চৌধুরীকে গ্রেফতার করল পুলিস। ওই হোমের তিন  আবাসিক তরুণী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিন জনই কোচবিহারের এমজেএন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। অভিযোগ, হোমের অব্যবস্থা নিয়ে বারবার হোম কর্তৃপক্ষ, প্রশাসনকে জানানো হলে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থার প্রতিবাদ জানাতেই আত্মহত্যা করার চেষ্টা করেন তিন তরুণী।

আরও পড়ুন- শ্রীনু নাইডু খুনে অভিযোগের তির দিলীপ ঘোষের দিকে!

প্রসঙ্গত, গতকাল কোচবিহারের বানেশ্বরের শর্ট স্টে হোমের চার আবাসিক তরুণী হোমের মধ্যেই বিষ পান করেন। তারপর তাঁদের স্থানীয় MJN হাসপাতালে ভর্তি করা হয়। চার জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন- তৃণমূলের পার্টি অফিসে চলল গুলি, নিহত তৃণমূল নেতা সহ ২

.