কনকনে শীতকে তোয়াক্কা না করেই গঙ্গাসাগরে পুণ্যস্নান

মহা মিলনক্ষেত্র গঙ্গাসাগর। কনকনে শীত। তো কী? পরোয়া নেই পুণ্যার্থীদের। ভোররাত থেকেই চলছে সাগরে পুণ্যস্নান। গঙ্গাসাগর ভিড়ে ভিড়াক্কার, সাধুসন্তরাও উপচে পড়ছেন সংখ্যায়। চোখ ফেরানোর জো নেই। চারদিকে শুধুই সারি সারি মাথা। বহু দূরদূরান্ত থেকে পুণ্যলাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লাখো মানুষ।

Updated By: Jan 15, 2017, 12:34 PM IST
কনকনে শীতকে তোয়াক্কা না করেই গঙ্গাসাগরে পুণ্যস্নান

ওয়েব ডেস্ক: মহা মিলনক্ষেত্র গঙ্গাসাগর। কনকনে শীত। তো কী? পরোয়া নেই পুণ্যার্থীদের। ভোররাত থেকেই চলছে সাগরে পুণ্যস্নান। গঙ্গাসাগর ভিড়ে ভিড়াক্কার, সাধুসন্তরাও উপচে পড়ছেন সংখ্যায়। চোখ ফেরানোর জো নেই। চারদিকে শুধুই সারি সারি মাথা। বহু দূরদূরান্ত থেকে পুণ্যলাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লাখো মানুষ।

আরও পড়ুন- তৃণমূল নেতার ভাইয়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য

এদিকে, গতকাল গঙ্গা সাগর মেলায় অসুস্থ হয়ে পড়া ভিন রাজ্যের তীর্থ যাত্রীকে উড়িয়ে আনা হয়েছে কলকাতায়। উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা গঙ্গা প্রসাদ। সাগরে এসে হূদরোগে আক্রান্ত হন তিনি। খবর পেয়েই তত্পরতা দেখায় প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হয় তাঁকে। NRS  হাসপাতালে ওই ব্যাক্তির চিকিত্সা চলছে।

আরও পড়ুন- শ্রীনু নাইডু খুনে অভিযোগের তির দিলীপ ঘোষের দিকে!

.