রোড শো চলাকালীন বাবুল সুপ্রিয়কে কাল পতাকা, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপির আসানসোলের প্রার্থী
আসানসোল লোকসভা কেন্দ্রে দিব্যি চলছিল বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র রোড শো। হঠাত্ই ছন্দপতন। রোড শো চলাকালীন প্রার্থীকে কালো পতাকা দেখালেন পাঁচগাছিয়া এলাকার বাসিন্দারা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, কালো পতাকা দেখানো হয়েছে শাসকদলের পক্ষ থেকে।
আসানসোল লোকসভা কেন্দ্রে দিব্যি চলছিল বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র রোড শো। হঠাত্ই ছন্দপতন। রোড শো চলাকালীন প্রার্থীকে কালো পতাকা দেখালেন পাঁচগাছিয়া এলাকার বাসিন্দারা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, কালো পতাকা দেখানো হয়েছে শাসকদলের পক্ষ থেকে।
তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের অনুগামীরাই এই কাজ করেছেন, অভিযোগ বাবুল সুপ্রিয়র। এই নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটিতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। সাধারণ গ্রামবাসীরাই বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখিয়েছেন বলে দাবি করেছেন তিনি।