শিলিগুড়িতে ফের জয় অশোক মডেলের, রাজ্যে ভরাডুবি বামেদের

গত ১৭ এপ্রিল শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র নির্বাচন হয়। এখানে বাম ও কংগ্রেস জোটের প্রার্থী অশোক ভট্টাচার্য। পুরসভা নির্বাচনে রাজ্যে বামেদের ভরাডুবির মাঝেই শিলিগুড়ি পুরনিগম দখল করে রাজ্যে তিনি অশোক মডেল বলেই খ্যাতি লাভ করেন। এই পরিস্থিতিতে এবারের নির্বাচনে তাঁকেই ওই কেন্দ্রের জোট প্রার্থী করা হয়। কাঙ্খিত জয়ও পেলেন। 

Updated By: May 19, 2016, 06:40 PM IST
শিলিগুড়িতে ফের জয় অশোক মডেলের, রাজ্যে ভরাডুবি বামেদের

 ওয়েব ডেক্স : গত ১৭ এপ্রিল শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র নির্বাচন হয়। এখানে বাম ও কংগ্রেস জোটের প্রার্থী অশোক ভট্টাচার্য। পুরসভা নির্বাচনে রাজ্যে বামেদের ভরাডুবির মাঝেই শিলিগুড়ি পুরনিগম দখল করে রাজ্যে তিনি অশোক মডেল বলেই খ্যাতি লাভ করেন। এই পরিস্থিতিতে এবারের নির্বাচনে তাঁকেই ওই কেন্দ্রের জোট প্রার্থী করা হয়। কাঙ্খিত জয়ও পেলেন। 

এদিকে, এই কেন্দ্র থেকে ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি প্রখম স্থানে থাকলেও, এবার তারা রয়েছে তৃতীয় স্থানে। তবে বলাইবাহুল্য, শিলিগুড়ি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচন এবং এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী করে বাইচুং ভুটিয়াকে। দুটি নির্বাচনেই তিনি দ্বিতীয় স্থানেই শেষ করেন।   

দল প্রার্থী প্রাপ্ত ভোট জয়/হার
তৃণমূল কংগ্রেস বাইচুং ভুটিয়া ৬৩৯৮২    

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী

বাইচুং ভুুটিয়াকে ১৪,০৭২ ভোটে হারালেন জোটপ্রার্থী

অশোক ভট্টাচার্য 

বামফ্রন্ট+কংগ্রেস জোট অশোক নারায়ণ ভট্টাচার্য ৭৮০৫৪     
বিজেপি গীতা চ্যাটার্জি ১৯৩০০     

 

২০১৪ লোকসভা নির্বাচন এই কেন্দ্রের ফলাফল (দার্জিলিং লোকসভার অন্তর্গত)

৭,৫২৬ ভোটে এগিয়েছিল বিজেপি। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস।

দল প্রার্থী প্রাপ্ত ভোট
বিজেপি এস এস আলুওয়ালিয়া ৫৮,৭৩০
তৃণমূল কংগ্রেস ভাইচুং ভুটিয়া ৩১,৪০৪

 

২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল

৫,০০৬ ভোটের ব্যবধানে জয়ী হয় তৃণমূল কংগ্রেস।

দল প্রার্থী প্রাপ্ত ভোট
তৃণমূল কংগ্রেস রুদ্রনাথ ভট্টাচার্য ৭২০১৯
বামফ্রন্ট (সিপিআইএম) অশোক নারায়ণ ভট্টাচার্য ৬৭,০১৩
বিজেপি অরুণ কুমার সরকার ৬০৬৯
.