ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযুক্তের পাশে আরাবুল

Updated By: Oct 9, 2014, 10:10 AM IST
ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযুক্তের পাশে আরাবুল

দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দলেরই এক যুব নেতা খুনের ঘটনায় অভিযুক্তের পাশে দাঁড়ালেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। কয়েকদিন আগে খুন হন ভাঙড় এক নম্বর ব্লকের যুব সভাপতি রাজ্জাক সর্দার। এই ঘটনায় সরাসরি অভিযোগ ওঠে ভাঙড় এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।  

জাহাঙ্গীর খান চৌধুরী গা ঢাকা দেওয়ায় তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিস। ইদের দিন রাতে বাড়িতে এসেছিলেন আরাবুল ইসলাম ঘনিষ্ঠ জাহাঙ্গীর। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাকে গ্রেফতার করতে এলে ফের উধাও হন তিনি।এরপর বুধবার ভাঙড় থানার চন্দনেশ্বর বাজার এলাকায় সভা করেন আরাবুল ইসলাম। সভায় তিনি অভিযোগ করেন, রাজ্জাক খুনের ঘটনায় চক্রান্ত করে  জাহাঙ্গীরকে ফাঁসানের চেষ্টা করছে পুলিস। পুলিস জাহাঙ্গীরকে গ্রেফতার করলে তাঁরা চুপ করে বসে থাকবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আরাবুল। সেইসঙ্গে নাম না করে তাঁর প্রতিপক্ষ, স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদের কড়া সমালোচনা করেন আরাবুল ইসলাম।

.