ভরসন্ধেয় ছাত্রীদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা সমাজ বিরোধীদের

ভরসন্ধেয় সমাজ বিরোধীদের দাদাগিরি। টিউশন ফেরতা ছাত্রীদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। এলাকাবাসী প্রতিবাদ জানালে চলল তাণ্ডব। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের গণেশ খড়িবেড়িয়ার। গ্রামবাসীদের অভিযোগে একজনকে ধরেছে পুলিস।

Updated By: Mar 17, 2017, 09:16 PM IST
ভরসন্ধেয় ছাত্রীদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা সমাজ বিরোধীদের

ওয়েব ডেস্ক : ভরসন্ধেয় সমাজ বিরোধীদের দাদাগিরি। টিউশন ফেরতা ছাত্রীদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। এলাকাবাসী প্রতিবাদ জানালে চলল তাণ্ডব। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের গণেশ খড়িবেড়িয়ার। গ্রামবাসীদের অভিযোগে একজনকে ধরেছে পুলিস।

ছাত্রীদের চিত্কারে জড়ো হন এলাকার বাসিন্দারা। অভিযোগ, বাধা দেওয়ায় গ্রামের মধ্যে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। রাতভর চলে বোমাবাজি, ইট বৃষ্টি। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। বাসিন্দাদের হুমকিও দেওয়া হয়। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি, বলেও অভিযোগ।

পুলিস এলেই বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। রড লাঠি ঝাঁটি নিয়ে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের পাশেই রয়েছে একটি নিষিদ্ধপল্লি। সেখানেই বিক্রি করে দেওয়ার জন্য ছাত্রীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল।  পুলিস সব বুঝেও চুপ করে থাকে। যার ফলে স্পর্ধা বেড়েই চলেছে সমাজ বিরোধীদের।

আরও পড়ুন, জমি দখলে বাধা, মহিলাকে বিবস্ত্র করে মারধর!

.