পুলিসের ভুলের মাসুল দিলেন রোগী
পুলিসের ভুলের মাসুল দিলেন রোগী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকে রইল অ্যাম্বুল্যান্স। গতকাল দুপুরে দিঘা থেকে হেলিকপ্টারে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তাঁর কনভয় যাবে বলে কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেয় পুলিস। সেই সময় হৃদরোগে আক্রান্ত বছর পঞ্চাশের মেহেরাজান বেগমকে এসএসকেএমে ভর্তির জন্য নিয়ে যাচ্ছিলেন বাড়ির লোকেরা।
ওয়েব ডেস্ক: পুলিসের ভুলের মাসুল দিলেন রোগী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকে রইল অ্যাম্বুল্যান্স। গতকাল দুপুরে দিঘা থেকে হেলিকপ্টারে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তাঁর কনভয় যাবে বলে কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেয় পুলিস। সেই সময় হৃদরোগে আক্রান্ত বছর পঞ্চাশের মেহেরাজান বেগমকে এসএসকেএমে ভর্তির জন্য নিয়ে যাচ্ছিলেন বাড়ির লোকেরা।
কোনা এক্সপ্রেসওয়েতে ওঠার আগে সাঁতরাগাছি স্টেশন রোডেই অ্যাম্বুল্যান্স আটকে দেয় পুলিস। অসুস্থের বাড়ির লোকের অভিযোগ, হাসপাতালে ভর্তির কথা বলা হলেও পুলিস তাঁদের ছাড়েনি। পরে, তাঁরা মিডিয়ার সঙ্গে যোগাযোগ করায় মিনিট কুড়ি পর পুলিসকর্মীরা অ্যাম্বুল্যান্স ছেড়ে দেন।