শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে অবরোধ কাঁথির বাসন্তিয়া হাইস্কুলে
শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে স্কুলগেটে ঝুলল তালা। পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসন্তিয়া হাইস্কুলের গেটে বিক্ষোভ, অবরোধে রয়েছেন অভিভাকরাও।
ওয়েব ডেস্ক: শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে স্কুলগেটে ঝুলল তালা। পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসন্তিয়া হাইস্কুলের গেটে বিক্ষোভ, অবরোধে রয়েছেন অভিভাকরাও।
আরও পড়ুন জ্যোতিষির বিধানে সাজছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের বাসভবন
তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ছাত্রীর সঙ্গে এমন আচরণ চালিয়ে যাচ্ছেন এক শিক্ষক। এই নিয়ে প্রধান শিক্ষক তাঁকে সতর্কও করেছেন। কিন্তু কাজ হয়নি। প্রতিবাদ করেন এক শিক্ষিকা। তাঁকে মারধরের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। কাঁথি মহিলা থানায় অভিযোগও দায়ের করেন শিক্ষিকা। স্কুল পরিদর্শক ও শিক্ষামন্ত্রীর দফতরেও জানানো হয় বিষয়। অভিযোগ, ওই শিক্ষক প্রভাবশালী হওয়ার কারণে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা জানাচ্ছেন, বাধ্য হয়েই রাস্তায় হাঁটছেন তারা।
আরও পড়ুন আন্ত্রিকের প্রকোপ বাঁকুড়ার তেতুলডাঙা ও অধিরামপুর গ্রামে, আক্রান্ত শতাধিক