ঋণের দায়ে ফের আত্মঘাতী কৃষক

ঋণের দায়ে ফের আত্মঘাতী হলেন এক কৃষক। আত্মঘাতী কৃষক স্বপন মান্না হুগলির আরামবাগের বাসিন্দা। শনিবার সকালে সাতমাসা গ্রামে ওই কৃষেকর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Updated By: Feb 25, 2012, 05:14 PM IST

ঋণের দায়ে ফের আত্মঘাতী হলেন এক কৃষক। আত্মঘাতী কৃষক স্বপন মান্না হুগলির আরামবাগের বাসিন্দা। শনিবার সকালে সাতমাসা গ্রামে ওই কৃষেকর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা জানিয়েছেন, ধানের দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। কীভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে কয়েকদিন ধরেই তিনি উদ্বিগ্ন ছিলেন বলে জানিয়েছেন তাঁর আত্মীয়রা।    
৩টি ব্যাঙ্ক থেকে মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ। এছাড়া বাজারে খুচরো ধার তো ছিলই। সব মিলিয়ে দেনার দায়ে জেরবার হয়ে গিয়েছিলেন আরামবাগের সাতমাসা গ্রামের বাসিন্দা স্বপন মান্না। ধানের চাষ করে দাম মেলেনি। আলু চাষও করেছিলেন। কিন্তু আলু চাষও তাঁর নষ্ট হয়ে যায় ধসা রোগের কারণে। এরপর থেকে উদাসীনই থাকতেন স্বপন মান্না। কীভাবে ঋণের টাকা শোধ করবেন, সেটাই চিন্তা হয়ে দাঁড়িয়েছিলে ওই কৃষকের। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন স্বপন মান্না। বৃহস্পতিবার সকালে উদ্ধার হল তাঁর দেহ।
ধানের দাম না পেয়ে বা ঋণের দায়ে এ পর্যন্ত রাজ্যে ৩৬ জন কৃষক আত্মহত্যা করেছেন। এরপরেও রাজ্য সরকারের তরফে কৃষক আত্মহত্যা নিয়ে তেমনভাবে কোনও ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি। ফের আত্মঘাতী হলেন কৃষক। এবারও কী টনক নড়বে সরকারের। সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

.