শিশু পাচার কাণ্ডে চিহ্নিত করা হয়েছে অভিযুক্ত ১৩ জন নেতাকে

শিশু পাচারে ডাক্তার দিলীপ ঘোষ এবং কয়লা মাফিয়া চক্রে মণীশ শর্মার নাম জড়িয়েছে। এরপরই নড়ে চড়ে বসল রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য  দফতরে জরুরি বৈঠক করলেন দলের নেতারা। চিহ্নিত করা হয়েছে অভিযুক্ত ১৩ জন নেতাকে। ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। বাকিদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

Updated By: Dec 9, 2016, 04:07 PM IST
শিশু পাচার কাণ্ডে চিহ্নিত করা হয়েছে অভিযুক্ত ১৩ জন নেতাকে

ওয়েব ডেস্ক: শিশু পাচারে ডাক্তার দিলীপ ঘোষ এবং কয়লা মাফিয়া চক্রে মণীশ শর্মার নাম জড়িয়েছে। এরপরই নড়ে চড়ে বসল রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য  দফতরে জরুরি বৈঠক করলেন দলের নেতারা। চিহ্নিত করা হয়েছে অভিযুক্ত ১৩ জন নেতাকে। ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। বাকিদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

আরও পড়ুন ক্যাশলেসে লেনদেনে এভাবেই আপনার অজান্তে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে!

অন্যদিকে, সংসদে অচলাবস্থার জন্য কেন্দ্রকেই দূষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। বিরোধী দলগুলি নোট বাতিল নিয়ে আলোচনা চায়। তারা চায় সংসদ চলুক। কিন্তু, সরকার কেন বিরোধীদের বলতে দিচ্ছে না? তার মানে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ক্যাশলেসের মুখোশ খুলে গেছে। ক্যাশলেস এখন ফেসলেস।

আরও পড়ুন শিশু বিক্রি চক্রে জ়ডিত স্বামী, ২৪ ঘণ্টায় অভিযোগ মহিলার!

.