কুয়াশার জেরে দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরির পিছনে, বাসের ধাক্কা

ডিসেম্বরের শেষ সপ্তাহ। শীতের মরশুম শে, হতে চলল, কিন্তু ঠাণ্ডার দেখা নেই। কালটাই রয়েছে। কিন্তু শীতের কোনও দেখা নেই। কিন্তু ঠাণ্ডা না থাকলেও, কুয়াশার অভাব নেই। ঘন কুয়াশা প্রায় রোজই থাকছে। আর এই ঘন কুয়াশার জেরেই এবার দুর্ঘটনা। হাওড়ার বাগনানে ৬ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে এসে বাসের ধাক্কা।

Updated By: Dec 30, 2016, 08:50 AM IST
কুয়াশার জেরে দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরির পিছনে, বাসের ধাক্কা

ওয়েব ডেস্ক: ডিসেম্বরের শেষ সপ্তাহ। শীতের মরশুম শে, হতে চলল, কিন্তু ঠাণ্ডার দেখা নেই। কালটাই রয়েছে। কিন্তু শীতের কোনও দেখা নেই। কিন্তু ঠাণ্ডা না থাকলেও, কুয়াশার অভাব নেই। ঘন কুয়াশা প্রায় রোজই থাকছে। আর এই ঘন কুয়াশার জেরেই এবার দুর্ঘটনা। হাওড়ার বাগনানে ৬ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে এসে বাসের ধাক্কা।

আরও পড়ুন অরুণাচল প্রদেশে রাজনৈতিক সঙ্কট, মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে করা হল সাসপেন্ড

এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৩০ জন। এঁদের মধ্যে ৪ জন আপাতত, উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি। বাসটি মধ্যমগ্রাম থেকে দিঘা যাচ্ছিল। কুয়াশার জন্য দেউলটির আষাড়িয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। 

আরও পড়ুন  শিশু অধিকার সুরক্ষিত করতে নড়েচড়ে বসেছে কেন্দ্র

.