নতুন বছরে ১০০-য় পা দিচ্ছে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি টি ইষ্টেট
নতুন বছরে ১০০-য় পা দিচ্ছে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি টি ইষ্টেট। শতবর্ষে সকল শ্রমিককে ডিজিটাল ইন্ডিয়ার আওতায় আনতে চলেছে বাগান কর্তৃপক্ষ। ১৯১৭ সালের ১লা জানুয়ারী কয়েক জন শ্রমিককে নিয়ে শুরু হয় এই চা বাগান। ১০০ বছরে বেড়েছে উত্পাদন। বেড়েছে জমির পরিমাণও। ডুয়ার্সে যখন বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাগান, বন্ধ চা বাগানে যখন মৃত্যু মিছিল, তখন এই টি এস্টেট একটু অন্যরকম।
![নতুন বছরে ১০০-য় পা দিচ্ছে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি টি ইষ্টেট নতুন বছরে ১০০-য় পা দিচ্ছে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি টি ইষ্টেট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/30/74588-tea30-12-16.jpg)
ওয়েব ডেস্ক: নতুন বছরে ১০০-য় পা দিচ্ছে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি টি ইষ্টেট। শতবর্ষে সকল শ্রমিককে ডিজিটাল ইন্ডিয়ার আওতায় আনতে চলেছে বাগান কর্তৃপক্ষ। ১৯১৭ সালের ১লা জানুয়ারী কয়েক জন শ্রমিককে নিয়ে শুরু হয় এই চা বাগান। ১০০ বছরে বেড়েছে উত্পাদন। বেড়েছে জমির পরিমাণও। ডুয়ার্সে যখন বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাগান, বন্ধ চা বাগানে যখন মৃত্যু মিছিল, তখন এই টি এস্টেট একটু অন্যরকম।
আরও পড়ুন অরুণাচল প্রদেশে রাজনৈতিক সঙ্কট, মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে করা হল সাসপেন্ড
প্রতিদিন সব মিলিয়ে ১৬ লক্ষ কেজি চা তৈরি হয় এই বাগানে। আধুনিক যন্ত্রপাতি লেগেছে ফ্যাক্টরিতে। খুশি বাগানের স্থায়ী অস্থায়ী শ্রমিকরা। সব কিছু ঠিক ঠাক থাকলে উত্তরবঙ্গের এই চা বাগানের শ্রমিকেরাই প্রথম ক্যাসলেস পথে পা দেবেন।