বাংলায় সুবিধা করতে পারবে না বিজেপি, তোপ অভিষেকের
ব্যবধান মাত্র চব্বিশ ঘণ্টার। গতকাল যেখানে সভা করে গিয়েছেন অমিত শাহ, সেখানেই পাল্টা সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলের সাংসদ।
Updated By: Jan 21, 2015, 09:15 PM IST
বর্ধমান: ব্যবধান মাত্র চব্বিশ ঘণ্টার। গতকাল যেখানে সভা করে গিয়েছেন অমিত শাহ, সেখানেই পাল্টা সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলের সাংসদ।
সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের ঘটনায় বিজেপি কোথায় ছিল, সেই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলার মাটিতে সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করে এসেছে একমাত্র তৃণমূলই। তাই দিল্লি থেকে এসে এরাজ্যে তৃণমূলকে উত্খাত করার ডাক দিয়ে সুবিধা করতে পারবেন না অমিত শাহরা।
চৌরঙ্গির সভায় তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে আজ অভিষেকের পাল্টা সভায় জমায়েত ছিল তুলনায় কম।