দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাদপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু বরানগরের ৩ বাসিন্দার

ওয়েব ডেস্ক: দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাদপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বরানগরের বাসিন্দা ৩জনের। গুরুতর জখম ১জন। লরির পিছনে গাড়ির ধাক্কাতেই দুর্ঘটনা।

বরানগর রামচাঁদ মুখার্জি লেনের বাসিন্দা পরাশর গাঙ্গুলি। পেশায় জ্যোতিষ। রাজ্যের বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে তাঁর। রবিবার করে দুর্গাপুরের বেনাচিতিতে বসতেন। সেজন্যই সকাল ৭টায় বেরিয়েছিলেন বাড়ি থেকে। সঙ্গে ছিলেন ভাইপো প্রবর গাঙ্গুলি, সহকারী প্রীতম গুপ্ত এবং গাড়ির চালক চন্দ্রজিত্‍‍ বসাক।

দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাদপুর আমিরার কাছে লরির পিছনে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। দেশলাই খোলের মত তুবড়ে যায়। চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে নিয়ে গেলে পরাশর গাঙ্গুলি, তাঁর সহকারী এবং গাড়ির চালককে মৃত ঘোষণা করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইপো প্রবর। দুর্ঘটনার খবর এসে পৌছয় বরানগরের মুখার্জি পাড়ার ১৫/১নম্বর বাড়িতে। তড়িঘড়ি বেরিয়ে পড়েন আত্মীয়েরা।

পেশায় জ্যোতিষ পরাশর গাঙ্গুলি অকৃতদার। একার সংসার। দুপুরে বাড়ি ফিরে পুজো সারবেন ভেবেছিলেন। বাড়িতে পড়ে পুজোর ফুল। মাকে নিয়ে থাকেন প্রবর গাঙ্গুলি। কাকার সঙ্গে মাঝেমধ্যেই যেতেন বিভিন্ন চেম্বারে। মাঝপথেই বিপদের মুখোমুখি।

English Title: 
3 dead at road accident at dadpur, Durgapur expressway
News Source: 
Home Title: 

দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাদপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু বরানগরের ৩ বাসিন্দার

দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাদপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু বরানগরের ৩ বাসিন্দার
Yes
Is Blog?: 
No
Section: