৭ মাসে রাজ্যে বন্ধ ১২টি জুট মিল, মোদী-মমতা বৈঠক ঘিরে উত্তেজনায় মালিকরা
গত সাত মাসে রাজ্যে বন্ধ হয়েছে ১২টি জুট মিল। ধুঁকছে আরও অনেকগুলো। আর এই অবস্থায় মোদি -মমতা বৈঠক ঘিরে উত্তেজনা বাড়ছে জুট মিল মালিকদের মধ্যে।
ব্যুরো: গত সাত মাসে রাজ্যে বন্ধ হয়েছে ১২টি জুট মিল। ধুঁকছে আরও অনেকগুলো। আর এই অবস্থায় মোদি -মমতা বৈঠক ঘিরে উত্তেজনা বাড়ছে জুট মিল মালিকদের মধ্যে।
কারণ গতবছর খরিপ মরশুমে কেন্দ্র থেকে যে পাটের বস্তার অর্ডার এসেছিল তা অন্যান্যবারের তুলনায় রীতিমত কম ছিল। এবছরও অর্ডার কম এলে কি হবে তা ভেবেই দিশেহারা সকলে।দিনকে দিন ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে রাজ্যের পাটশিল্পের ভবিষ্যত। পাটকল বন্ধের ঘটনা এখন প্রায় নিত্যদিনের বিষয়। আর এই পরিস্থিতির জন্য কেন্দ্রে ঘাড়ে দোষ চাপাচ্ছে রাজ্য। অন্যদিকে কেন্দ্রের আক্রমনের লক্ষ্য রাজ্য। যদিও পাটশিল্পের মালিকদের দাবি কেন্দ্র রাজ্য দুপক্ষের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আর এজায়গা থেকেই মোদি মমতার বৈঠক ঘিরে স্বপ্ন দেখছেন জুটমিল মালিকরা।
এর পাশাপাশি মিল মালিকদের দাবি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারও খাদ্য শস্য সংগ্রহে অগ্রাধিকার দিচ্ছে প্লাষ্টিকের বস্তাকে।
ইসকোর পুনর্জাগরণে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে পেয়েছেন মুখ্যমন্ত্রীকে। মিল মালিকদের আশা, এভাবে চলতে থাকলে ঘুরে দাঁড়াতে পারে পাটশিল্পও।