বাঁকুড়ায় কয়লাখনিতে ধস, মৃত ৫
বাঁকুড়ার বড়জোড়ার কাছে বাগুলি গ্রাম সংলগ্ন খোলামুখ কয়লাখনিতে ধস চাপা পড়ে মৃত্যু হল ৫ জনের। গতকাল রাতে ওই খনিতে অবৈধভাবে কয়লা তোলার সময়ই এই দুর্ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে ৫ জনের দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। মৃতদের মধ্যে ৪ জন বড়শাল এবং একজন ঘুটগোড়িয়া গ্রামের বাসিন্দা।
বেশ কিছুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই খোলামুখ খনির কয়লা তোলার বরাত হাতছাড়া হয় বেঙ্গল এমটা নামে একটি সংস্থার। পরে ওই খনির কয়লা তোলার বরাত পায় পিডিসিএল নামে অন্য একটি সংস্থা। কিন্তু নতুনভাবে বরাত পাওয়া সংস্থাটি এখনও কয়লা তোলার কাজ শুরু করেনি। এরই সুযোগে দিনের পর দিন কয়লা মাফিয়ারা ওই এলাকায় অবৈধভাবে কয়লা তুলে তা খোলা বাজারে বিক্রি করছে বলে অভিযোগ। নিরাপত্তার নিয়মকানুন না মেনে কয়লা তোলার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে অবৈধ কয়লা তোলার কথা স্বীকার করেছেন বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখার্জি।