ধর্ষিত পুরুষদের জন্য খোলা হল জরুরি বিভাগ

এই প্রথমবার পুরুষদের জন্য তৈরি করা হল জরুরি বিভাগ। ধর্ষিত পুরুষদের জন্য প্রথমবার নেওয়া হল এই রকম একটি পদক্ষেপ। সুইডেনের একটি হাসপাতালে খোলা হল এই জরুরি বিভাগটি। সোদেরসজুকুসেটে আগে থেকেই ধর্ষিতা নারীদের দেখভালের জন্য একটি জরুরি বিভাগ ছিল। সেখানেই ধর্ষিত পুরুষদের জন্য একইরকম একটি বিভাগ স্থাপন করা হল।

Updated By: Oct 18, 2015, 06:30 PM IST
ধর্ষিত পুরুষদের জন্য খোলা হল জরুরি বিভাগ

ওয়েব ডেস্ক: এই প্রথমবার পুরুষদের জন্য তৈরি করা হল জরুরি বিভাগ। ধর্ষিত পুরুষদের জন্য প্রথমবার নেওয়া হল এই রকম একটি পদক্ষেপ। সুইডেনের একটি হাসপাতালে খোলা হল এই জরুরি বিভাগটি। সোদেরসজুকুসেটে আগে থেকেই ধর্ষিতা নারীদের দেখভালের জন্য একটি জরুরি বিভাগ ছিল। সেখানেই ধর্ষিত পুরুষদের জন্য একইরকম একটি বিভাগ স্থাপন করা হল।

ধর্ষিত পুরুষদের দেখভালের জন্য এই বিভাগটি খোলা থাকবে ২৪ঘণ্টা। এছাড়া পুরুষদের বিনা খরচে দেখভাল করা হবে এই বিভাগে। সুইডিশ ন্যাশানাল কাউন্সিলের তরফ থেকে জানা গেছে, গতবছর ঘটা ধর্ষণগুলির মধ্যে ৩৭০টি ধর্ষণ হয়েছিল পুরুষদের ওপর। পুরুষদের ধর্ষণ হওয়ার পর তাদের দেখভালের জন্য কোনও জায়গা থাকে না। যার জন্যই খোলা হয়েছে এই বিভাগটিকে।

ইউরোপের অন্যান্য দেশগুলির মধ্যে সুইডেন ধর্ষণের দিক থেকে রয়েছে প্রথম ধাপে।  

.